নাজমুল হাসান নিরব,চরভদ্রাসন থেকেঃ
ফরিদপুর চরভদ্রাসন উপজেলার পাশেই অবস্থিত চরভদ্রাসন সদর বাজার।উপজেলার সবচেয়ে পুরাতন এবং উন্নত বাজার হলো এই বাজার।প্রতিবছর লক্ষ লক্ষ টাকার নিলাম হয় এই বাজার।যেখানে গরুর হাট,মাছের হাট-বাজার, কাঁচা মালের বাজার ও অন্যান্য সব ধরনের মালা-মাল পাওয়া যায় এই বাজারে।প্রায় হাজার খানেক দোকানপাট এই বাজারে আবস্থিত। যেখানে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা কেনাবেচা হয় এই বাজারে।
অথচ এত বড় একটি বাজারের নেই কোন ময়লা ফেলার নির্দিষ্ট স্থান বা ডাস্টবিন।নেই কোন নির্দিষ্ট পরিচ্ছন্ন কর্মী । কয়েকজন কর্মী সপ্তাহে ১/২ দিন বাজারে এসে আংশিক কিছু পরিষ্কার করে রেখে যায়। সাময়িক সময়ের জন্য পরিষ্কার মনে হলেও একটু পর যা ছিল তাই হয়ে যায়।এব্যাপারে বাজার কাচামাল ব্যবসায়ী আ: রশীদ মোল্যা বলেন, গত দুইদিন আগে পরিষ্কার করে গেছে তারপরও এই অবস্থা আমরা তো খাজনা দেই আবার ঝাড়–দারদের বকশিস ও দেই।এখন পরিষ্কার না করলে কি করব।এ ব্যাপারে কাচামাল ব্যাবসায়ী জুয়েল ফকির বলেন আমরা বারবার সুইপারদের ধরেছি কিন্তু ওরা আমাদের কথা শোনে না নিজেদের ইচ্ছামত কাজ করে।
এ ব্যাপারে ঘর মালিক সমিতির সভাপতি শহীদ মোল্যার কাছে জানতে চাইলে তিনি এ প্রতিবেদকে বলেন,বাজার পয়-পরিষ্কারের দায়িত্ব বাজার ইজারাদারের তিনি এ বাজার থেকে লক্ষ লক্ষ টাকা আয় করছে।
এ ব্যাপারে বাজার ইজারাদার রাসেল মন্ডল বলেন,”আমি এ ব্যাপারে বনিক সমিতির সভাপতি শহীদ মোল্যার সাথে কথা বলেছি আবারও বলব” ।
পরিবেশ ও স্বস্থ্যের ব্যাপারে জানতে চায়লে চরভদ্রাসন হাসপাতালে কর্মরত জুয়েল বলেন,এ সমস্ত ময়লার স্তুপ থেকে মশামাছি ও গন্ধের মাধ্যমে ফুড পয়জন,পাতলা পায়খানা ও আমাশয়ের মত মারাতœক রোগ হতে পারে।তাই বাজারবাসী ও ক্রেতাগন দ্রুত এই সমস্যার সমাধান চায়।