নাজমুল নিরব খান,চরভদ্রাসন থেকেঃ
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার মাথাভাঙ্গা গ্রামে আজ রাতে নোয়াই মোল্যার বাড়িতে এ ঘটনা ঘটে।
জানাযায় বৃহস্পতিবার দিবাগত রাতে নোয়ই মোল্যা দোকান বন্ধ করে বাড়ি যেয়ে গোয়ালেয় বাইরে বাধা গাভী গাই ঘরের ভেতরে নিয়ে বাধে।তারপর ঘুমিয়ে যায়।ভোর রাত্রে ফজরের সময় উঠে গরু বের করতে গেলে গাভী গরুটি পাওয়া যায়নি।খোজাখুজি করেও পাওয়া যায়নি।
জানাযায় চোর সাইকেল বা ভ্যান নিয়ে আসছিল এবং চাকার চিহ্ন পাওয়া যায়।
অনেক জানাজানি হওয়ার পর আজ সন্ধার দিকে দুই গ্রাম পর বাদুল্লা মাতুব্বরের ডাংগী আবজা কাজীর ঘাটে গরুটি পাওয়া যায়।গরুটি এক ব্যাক্তি পেয়ে নিজ হেফাজতে রাখে।এবং খবর পেয়ে গরুর মালিক গরুটি নিয়ে যায়।চুরি হওয়ার পর এলাকাবাসী আতঙ্কে আছে বলে শোনা যায়।