নাজমুল হাসান নিরব,ফরিদপুর চরভদ্রাসন থেকেঃ
ফরিদপুরের চরভদ্রাসন ও সদরপুর উপজেলার সংযোগস্থল আব্দুল শিকদার ডাঙ্গী গ্রামে মঙ্গলবার সন্ধার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায় ,উক্ত গ্রামের বারেক মৃধার মেয়ে রিমা আক্তার(১৯)এর গত দেরবছর আগে পাশ্ববর্তী হাজিগঞ্জের শ্রী ডাংগী গ্রামের কাশেম মাস্টারের পুত্র রাকিব(২৫) এর সাথে বিয়ে হয়।প্রায় ১০-১১ দিন আগে স্বামির সাথে ঝগরা করে রিমা বাবার বাড়ি চলে আসে।
মঙ্গলবার সন্ধার দিকে রিমা ঘর আটকিয়ে ঘুমাতে থাকে তারপর ওর মা-বোন ডাকাডকি করার পরও রিমা দরজা খুলে না।পরবর্তীতে বাজারে অবস্থানরত রিমার বাবা বারেক মৃধাকে ব্যাপারটি জানানো হলে সে দ্রæত বাড়ি যেয়ে শাপল দিয়ে দরজা ভেঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে রিমাকে। পরবর্তীতে তাকে চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
এ ব্যাপওে চরভদ্রাসন থানায় যেগাযোগ করা হলে ,এস আই লিয়াকত বলেন, আমরা একটি জিডি করে সুরোতাল করেছি।লাশ পোষ্ট মর্টাম করার জন্য পাঠানো হয়েছে।পোষ্ট মর্টাম করার পর মৃত্যুর কারন জানা যাবে।তবে নিহতের এলাকা যেহেতু সদরপুর তাই এটার দায়িত্ব সদরপুর থানার।
এদিকে সরেজমিনে গেলে নিহতের মাকে অসুস্থ্য অবস্থায় পাওয়া যায় আর বাবাকে পাওয়া যায়নি।এলাকাবাসি এর সুষ্ঠ তদন্ত ও বিচার দাবি করে।