নাজমুল হাসান নিরব,ফরিদপুর চরভদ্রাসন থেকেঃ
ফরিদপুর চরভদ্রাসন উপজেলার হাজীগঞ্জ বাজারে গত শুক্রবার রাত প্রায় ১২টার দিকে এক যুবক বিদ্যুৎ স্পৃষ্টে মারা যায় । নিহতের নাম সেক সোহেল(২০)।
জানাযায় ,গত শুক্রবার উক্ত বাজারের হাটবাজার বনিক সমিতির বার্ষিক ওয়াজ মাহফিল ছিল।সেই সুবাদে মাহফিলের মাইক পাশ্ববর্তী কালাম প্রামানিকের বাড়ির সামনে রেন্ডি গাছে বাঁধা হয়।মাহফিল শেষে মাইক খুলতে রাত ১২ টার দিকে সোহেল ওই ঘাছে ওঠে।মাইকের তার খোলার জন্য তার এদিক ওদিক পেঁচায়।যার ফলে কাছে থাকা পল্লীবিদ্যুৎের এগারো হাজার ভোল্টের সাথে সোহেলের র্স্পশ হয়।সাথে সাথে সোহেল বারি খেয়ে স্পৃষ্ট হয়ে মারা যায়।
পরে চরভদ্রাসন থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়।কর্তব্যরত এস আই শহীদুল ইসলাম জানান, নিহতের বাবা সেক আইয়ুব আলী ও অন্যান্য আত্মীয়-স্বজন এসে তার লাশ দেখে গেছে।নিহত সোহেল ফরিদপুর টেপাখোলা ফরহাদ মাইকে কাজ করত।তার গ্রামের নাম বিল মাহমুদপুর,নতুন ডাংগী, কোতয়ালি ফরিদপুর।