সদরপুরের লোহারটেকের ভবনধসে আহত সাহেদের মৃত্যু।। - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, মার্চ ১১, ২০১৮

সদরপুরের লোহারটেকের ভবনধসে আহত সাহেদের মৃত্যু।।

নাজমুল হাসান নিরব,ফরিদপুর থেকেঃ

গতকাল শনিবার বেলা ১টায় সদরপুর উপজেলার লোহারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন  পরিত্যক্ত  ইউনিয়ন কমিউনিটি সেন্টার ধসে  আহত শিক্ষার্থী ৫ম শ্রেণির ছাত্র শাহেদের আজ সকালে মৃত্যু হয়েছে ।

আজ রোববার সকাল ৭টার দিকে  রাজধানী ঢাকার বক্ষব্যধি হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় শাহেদ মৃত্যু বরন করে। 
শাহেদ লোহারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র। এবং লোহারটেক গ্রামের প্রবাসী উজ্জল ফকিরের তিন সন্তানের বড় ছেলে।
  তার  মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে সাহেদের পরিবারের মাঝে শোক নেমে আসে ।
শোকার্ত হয়ে পড়ে তার বিদ্যালয়ের সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসী।
এদিকে অপর আহত শিক্ষার্থী মোঃ উজ্জল মাতুব্বর সুস্থ রয়েছে বলে  তার পরিবার জানায়।

গতকাল ভবন ধস এলাকা   পরিদর্শন করেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ, ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, সদরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, সদরপুর উপজেলা নির্বাহী অফিসার পূরবী হালদার ও স্থানিয় গন্যমান্য ব্যক্তিগন।
নিহত শাহেদ ছিল এলাকার চাঞ্চল্য ও ডানপিটে স্বভাবের। তার এই অকাল মৃত্যু তার পরিবার ও সহপাঠী মেনে নিতে পারছে না।এলাকাবাসী তার আত্মার মাগফেরত কামনা করছে।।

Post Top Ad

Responsive Ads Here