নাজমুল হাসান নিরব ,ফরিদপুর থেকে:।।সময় সংবাদ-
ফরিদপুর জেলার সদরপুর উপজেলার তালতলা বাজার সংলগ্ন শোনপাচাঁ গ্রামে এক ভন্ড বাবা আটক করেছে এলাকাবাসী।আটককৃত ভন্ড বাবার নাম ওয়াহিদ (৫০),পিতা:মো: তৌহিদ।তার পরিচয় জানতে চায়লে সে তার গ্রাম-সিকান্দারনগর, পোস্ট ইউনিয়ন- ধলা, থানা- তাড়াইল ,জেলা-কিশোরগঞ্জ বলে দাবি করে।
জানা যায় , ৪/৫ দিন র্পুবে সে পাশ্ববর্তী চরভদ্রাসন উপজেলার সদরের বি.এস ডাংগী গ্রামের মৃত ডা: আ: রশীদ এর বাড়িতে ঢোকে।তারপর সে সেখানে মুখ দিয়ে আগুন বের করা,মিস্টি সরবত তৈরী করা সহ আরো নানান জাদু দেখাতে শুরু করে।এবং সে আজমির শরীফ থেকে আসছে বলে বিভিন্ন কথাবার্তা বলে বিভিন্ন সমস্যা সমাধান বাবদ পাঁচ হাজার টাকা দাবী করে।বাড়িতে থাকা মৃত রশিদ এর পুত্র মিজান(২৮) সন্দেহ করে বাবার ভন্ডামি ধরে ফেলে ।সে টাকার কথা বলে সাংবাদিকদেও ফোন দিলে ভন্ড বাবা পালিয়ে যায়।তারপর আর তাকে খুজে পাওয়া যায়নি।তবে ঘটনাটি ফেসবুকের মাধ্যমে প্রচার করা হয়।
আজ মঙ্গবার সকাল ১০ টার দিকে সদরপুর উপজেলার তালতলা বাজার থেকে ভেতরে শোনপাচা গ্রামের সিরাজুল ইসলামের বাড়িতে যায় এই ভন্ড।সেখানে ও সে বিভিন্ন প্রকার ভন্ডমি করতে থাকে।বিভিন্ন ক্যামিক্যাল ব্যাবহার করে জাদু দেখাতে থাকে।ঘটনাটি সিরাজুল ইমলামের পুত্র রাকিব(২৮) ধরে ফেলে ।পরবর্তীতে এলাকার লোকজন ও বন্ধুদেও ফোন দিলে তারা এই ভন্ড ফকির কে ধরে ফেলে। সাংবাদিকরা ঘটনা স্থলে পৌছালে তার কাছ থেকে তাবিজ,পাথর,বই,ক্যামিক্যাল আজমির শরীফের ভুয়া সনদ পায়।
ঘটনাটি সদরপুর থানায় জানালে কর্তব্যরত এস আই কালাম ঘটনাস্থল থেকে ভন্ড বাবাকে আটক করে।এদিকে কিশোরগঞ্জের তাড়াইল থানার ধলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান মবিনের সাথে মুঠোফোনে কথা বললে সে ভন্ড বাবার পরিচয় নিশ্চিত করে।