সময় সংবাদ ডেস্কঃ
২৪ বছরের তরুণী ইমু আক্তার। রাজধানীর কামরাঙ্গীরচর থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে জব্দ করা হয়েছে যুব সমাজ ধ্বংসের অন্যতম নেশা ইয়াবা বড়ি তৈরির মেশিন ও সরঞ্জাম।
বুধবার (১৪ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে কামরাঙ্গীরচরের ঝাউলাহাটী এলাকা থেকে এ নারী মাদক বব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
কামরাঙ্গীরচর থানা পুলিশ জানায়, গেপ্তার ইমুর কাছ থেকে ইয়াবা বড়ি তৈরির মেশিন, বিপুল পরিমাণ উপাদান, প্রস্তুত করা ১২৩টি ইয়াবা বড়ি ও তিন বোতল দেশি মদ উদ্ধার করা হয়েছে।