মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত মিঠুর দাফন সম্পন্ন।। - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, মার্চ ১২, ২০১৮

মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত মিঠুর দাফন সম্পন্ন।।

নাজমুল হাসান নিরব, চরভদ্রাসন থেকে।।

গতকাল চরভদ্রাসনের লোহারটেক বাছার বাড়ি সংলগ্ন রাস্তায় দুর্ঘটনায় নিহত মিঠুর দাফনকার্য আজ সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়।

রাত্রে তার মৃত দেহ আনা হলে সকালে তার দাফনের কথা জানানো হয়।পার্শ্ববর্তী আব্দুল শিকদার ডাংগী মাদ্রাসা প্রাঙ্গনে তার দাফন জানাজা করা হয়।তারপর উক্ত মাদ্রাসার গোরস্তানে তাকে মাটি দেওয়া হয়।

মিঠুর বাবার নাম আঃওহাব।পেশায় কৃষক। দুই ভাইবোনের মধ্যে মিঠু ছিল বড়।লেখাপরার পাশাপাশি তার পুলিশের চাকরি করার ছিল প্রবন ইচ্ছা ।তাই সে পুলিশে অংশগ্রহন করার জন্য ফরিদপুরে ট্রেনিংয়ে গিয়েছিল।
কিন্তু ভাগ্যের নির্মম পরিহাশের কারনে তার আর পুলিশ হওয়া হলো না।তার এই অকাল মৃত্যুতে পুরো বন্ধুমহল,এলাকাবাসী শোকে কাতর হয়ে পরেছে।আল্লাহ তাকে জান্নাতবাসী করুন।

অপর নিহত মাছুদ কে ফরিদপুর মর্গে রাখা হয়েছে।তার বাবা প্রবাসী বিদেশ থেকে আসার পর তাকে দাফন করা হবে।।
জীবিত আশরাফ ফরিদপুর মেডিকেলে চিকিসারত অবস্থায় আছে।।

Post Top Ad

Responsive Ads Here