গোপন শক্তি’ বাড়াতে কবিরাজের হালুয়া, প্রাণ গেলো ২ যুবকের।। - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, মার্চ ১৫, ২০১৮

গোপন শক্তি’ বাড়াতে কবিরাজের হালুয়া, প্রাণ গেলো ২ যুবকের।।

সময় সবাদ ডেস্কঃ



সাভারের আশুলিয়ায় গোপন শক্তি বাড়াতে কবিরাজের হালুয়া খেয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় আরও দুই যুবক সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবির পরিচর্যা কেন্দ্রে (আইসিইউত) ভর্তি আছে।
বুধবার দিবাগত রাতে আশুলিয়ার ভাদাইল এলাকায় একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জিল্লু রহমান (৩৫) ও মোতালেব (৪০)। নিহতরা আশুলিয়ার মণ্ডল কলোনিতে ভাড়া বাসায় থাকতেন। তাদের বাড়ি টাঙ্গাইল জেলায়। আহতরা হলেন- শামীম ও ফরিদউদ্দিন।
আহত ও নিহত যুবকরা আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় কাজ করতো বলে জানা গেছে।
আশুলিয়া থানার এসআই শাহিনুর ইসলাম জানান, দিবাগত রাতে করিবাজের তৈরি গোপন শক্তিবর্ধক হালুয়া খান ওই চারজন। এর পরই একে একে তারা অসুস্থ হয়ে পড়েন। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে সেখানে চিকিৎসাধীন বৃহস্পতিবার ভোরে জিল্লু ও মোতালেবের মৃত্যু হয়।আহতরা সেখানেই চিকিৎসাধীন।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক গৌতম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- খাদ্যে বিষক্রিয়ায় দুই যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে।

Post Top Ad

Responsive Ads Here