নাজমুল হাসান নিরব,চরভদ্রাসন থেকেঃ
ফরিদপুর চরভদ্রাসন উপজেলায় রবিবার রাত ১০টা ৪০ মিনিটে এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনা হয়।
দুর্ঘটনায় মাছুদ(১৯) ও মিঠু(১৭) মারা যায়।আশরাফ নামে ১ জন গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল হাসপাতালে ভর্তি আছে তবে অবস্থা আশংকাজনক।
জানাযায় মাছুদ সদর ইউনিয়নের হেলিপোর্ট গ্রামের প্রবাসী রশিদ মুন্সীর একমাত্র ছেলে।সে এবার সরকারি রাজেন্দ্র কলেজে অনার্স প্রথম বর্ষের ছাত্র।
মিঠু সদরের আব্দুল শিকদার ডাংগী গ্রামের ওহাব মিয়ার ছেলে।সে ইন্টারমিডিয়েট ২য় বর্ষে পড়াশোনা করছি।
অপরদিকে আশরাফ একই গ্রামের কালাম বেপারীর ছেলে।সেও ইন্টারমিডিয়েট ২য় বর্ষে পড়াশোনা করে।
তারা তিনজনই পুলিশ কনস্টেবল পদে ট্রেনিং শেষে বাড়ি ফিরছিল।
জানাযায় ট্রেনিং শেষে ফরিদপুর থেকে আসার সময় মাছুদের গাড়িতে তিনজন ও আরেকটি গাড়িতে ২ জন আসছিল।সদরের মৌলভীর চর ও বিশ্বাস বাড়ি স্কুলের মাঝামাঝি বাছারবাড়ি সংলগ্ন এলাকায় গাছের সাথে মোটরসাইকেল বাড়ি খায়।সাথে সাথে লোকজন তাদের মাহিন্দ্র গাড়িতে ফরিদপুর মেডিলেল হাসপাতালে নিয়ে যায়।সেখানে কর্তব্যরত ডাক্তার মাছুদ ও মিঠুকে মৃত ঘোষনা করে।
মাছুদ ও মিঠু ছিল অত্র এলাকার জনপ্রীয় ও হাসিখুশি মনের মানুষ।তাদের এই অকাল মৃত্যুতে তাদের পরিবার বাকশূন্য হয়ে পড়ে।পুরো এলাকা জুড়ে শোকের ছায় নেমে আসে।।