আজ সারাদেশে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক।। - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, মার্চ ১৫, ২০১৮

আজ সারাদেশে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক।।

সময় সংবাদঃ
নেপালে বাংলাদেশি বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ বৃহস্পতিবার একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এর অংশ হিসেবে আজ সব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। পাশাপাশি কালো ব্যাজ ধারণ করা হবে।
যথাযথ রাষ্ট্রীয় শোক পালনের জন্য দেশের বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদফতরগুলোতে নির্দেশনা পাঠানো হয়েছে। দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাসগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
রাষ্ট্রীয় শোক পালন ছাড়াও নিহতদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের দ্রুত আরোগ্য লাভে আগামীকাল বিশেষ দোয়া ও প্রার্থনা হবে।
গেল সোমবার নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বেসরকারি এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৫১ জন নিহতের খবর পাওয়া গেছে।

Post Top Ad

Responsive Ads Here