ফরিদপুর প্রতিনিধিঃ
গত বুধবার রাতে ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকা থেকে পুলিশ এক শিশুর গলিত লাশ উদ্ধার করে।
শিশুটির নাম নিরব(১০). তার বাবার নাম আসাদ খন্দকার।তার বারি সদরপুর উপজেলার কৃষ্নপুর ইউনিয়নে।
জানা যায়, ৬ দিন আগে বাচ্চাটি নিখোজ হয়।নিখোজ হওয়ার পর তার খালা তাসমিয়া গত ৪ মার্চ কোতয়ালী থানায় একটি জিডি করেন।
স্থানিয়রা জানায়,বুধবার রাতে গোয়ালচামট মিয়াপাড়া সড়কের মোড়ে একটি বাঁশ ঝাড়ের ভেতর থেকে গন্ধ বের হতে থাকে।পড়ে খবর পেয়ে পুলিশ ঘটনা স্থল থেকে নিরবের গলিত মরদেহ উদ্ধার করে।।