স্টাফ রিপোর্টারঃবাংলাদেশ
1971 সালের এই দিনে জাতির জনকের আহ্বানে মুখরিত হয়েছিল আম জনতা।সারা দেশের মানুষ সংগঠিত হয়েছিল।।এই দিনেই দেশ স্বাধীনতার প্রাথমিক ঘেষনা পায়।তারই আহ্বানে সংগ্রাম হয়।মুক্তিযুদ্ধ হয়।দেশ স্বাধীন হয়।।তার এই ভাষন কে ইউনেস্কো বিশ্ব স্বকৃতি প্রদান করে।
আমরা -"সময় সংবাদ "-এই দিনে জাতির জনক শেখ মুজিবর রহমান কে শ্রদ্ধার সাথে স্মরন করছি।।