ওয়ানডে স্ট্যাটাস পেল নেপাল।। - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, মার্চ ১৬, ২০১৮

ওয়ানডে স্ট্যাটাস পেল নেপাল।।

সময় সংবাদ

প্রথমবারের মত ওয়ানডে স্ট্যাটাস পেল দক্ষিণ এশিয়ার দেশ নেপাল। পাপুয়া নিউগিনিকে হারিয়ে ওয়ানডে স্ট্যাটাস ছিনিয়ে নিয়েছে দিপেন্দ্র সিং আইরের নেপাল। ঐতিহাসিক এই জয়ে নেপালের নায়কের ভূমিকায় ছিলেন ব্যাটসম্যান দিপেন্দ্র সিং ও তরুন লেগ স্পিনার সন্দ্বীপ লামিচানে।

১১৫ রানের ছোট লক্ষ্যে ডিফেন্ড করতে নামা পিএনজির জন্য কাল হয়ে দাঁড়ায় দিপেন্দ্রর অপরাজিত ফিফটি। লো স্কোরিং ম্যাচে দিপেন্দ্র ও আরিফ শেখের জুটি নেপালকে ছয় উইকেটের ঐতিহাসিক জয় এনে দেয়।

এর আগে বল হাতে দুর্দান্ত ছিলেন আইপিএলে দল পাওয়া লেগি সন্দ্বীপ লামিচানে। ৮ ওভারে মাত্র ২৯ রান দিয়ে চার উইকেট লুফে নেন তিনি। সেখান থেকে ধুরে দাঁড়াতে পারেনি পাপুয়া নিউগিনি। নেপারের বিপক্ষে হাতে ওয়ানডে স্ট্যাটাস হারাতে হচ্ছে তাদের।

পাপুয়া নিউগিনির সাথে ওয়ানডে স্ট্যাটাস হারাতে হয়েছে হংকংকেও। আইসিসি বিশ্বকাপের বাছাই পর্বের বাজে পারফর্মেন্সের পর এই দুই দল ডিভিশন দুইয়ে নেমে গেছে।

এদিকে এক দশক আগেও আফগানিস্তানের সাথেই ডিভিশন পাঁচের দল ছিল নেপাল। সেখান থেকে আমুল পরিবর্তন এসেছে নেপালের ক্রিকেটে । মাত্র দশ বছরের মাথায় ওয়ানডে মর্যাদা অর্জন করে নিয়েছে দক্ষিণ এশিয়ার দেশ নেপাল।

Post Top Ad

Responsive Ads Here