আগুনে পুড়ে মিরপুরে বস্তির ৫ হাজার ঘর ছাই।। - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, মার্চ ১২, ২০১৮

আগুনে পুড়ে মিরপুরে বস্তির ৫ হাজার ঘর ছাই।।

সময় সংবাদ;

রাজধানীর  মিরপুরে আগুনে  ১২ নম্বরের ইলিয়াস মোল্লা বস্তির ৫ হাজার ঘর পুড়ে ছাই হয়েছে।  স্থানীয় সাংসদ ইলিয়াস আলী মোল্লা একথা জানিয়েছেন। তিনি জানান, বস্তির প্রায় সব ঘর আগুনে পুড়ে গেছে। এসব ঘরে প্রায় ২৫ হাজারের বেশি মানুষ থাকতো। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। বস্তিবাসীর দাবি, নাশকতা করে কেউ আগুন ধরিয়ে দিয়েছে।

তবে ইলিয়াস মোল্লার দাবি, এটা নাশকতা নয়, দুর্ঘটনা। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মিরপুর ১২ নম্বরের প্রায় ৭ বিঘা জমির ওপর চারটি বস্তিটি ছিল। এগুলো হলো, হারুনাবাদ, কবির মোল্লা, সাত্তার মোল্লা ও নাগর আলী মাতব্বর বস্তি। ৩৫ বছরের পুরনো এ চার বস্তিতে ৫০০০ হাজার ঘর ছিল। যেখানে ২৫ হাজারের বেশি মানুষ বাস করতো। ইলিয়াস মোল্লা বলেন,  ‘আমার একটি নির্মাণাধীন মার্কেটের সাতটি ফ্লোরে যাদের ঘর পুড়েছে তাদের থাকার ব্যবস্থা করেছি।

যতক্ষণ পর্যন্ত না তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে ততক্ষণ তারা এখানে থাকবে। আমি তাদের খাবার ব্যবস্থাও করবো।’ এদিকে, ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) শাহিদুজ্জামন বলেন, ‘ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরিতে আমাদের কর্মীরা কাজ করছেন। তালিকার পর প্রত্যেক পরিবারকে ৩০ কেজি করে চাল দেওয়া হবে।’ ব্যক্তি ও সংগঠনের উদ্যোগে ঘরহারা মানুষগুলোকে খাবার দেওয়া হচ্ছে। ক্ষতিগগ্রস্তদের অনেকেই রাস্তায় আশ্রয় নিয়েছেন।

কেউ কেউ ঘরের ছাই সরিয়ে মূল্যমান জিনিসপত্র আছে কিনা তা দেখছেন। ফায়ার সার্ভিসের কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, রবিবার (১১ মার্চ) দিবাগত রাত ৪টার দিকে এই আগুন লাগে ইলিয়াস আলী বস্তিতে। আগুন লাগার পর মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে গোটা বস্তিতে।

বস্তির বেশিরভাগ লোকজনই গার্মেন্টে কাজ করে। তাই প্রায় সবার ঘরেই ঝুট এবং প্রচুর পরিমাণে দাহ্য বস্তু ছিল। ফলে আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট কাজ করে সোমবার সকাল ৭টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও পুরো এলাকা ধোঁয়ায় ছেয়ে আছে।

Post Top Ad

Responsive Ads Here