সময় সংবাদ ডেস্কঃ
নারায়ণগঞ্জে এক পুলিশ কর্মকর্তাকে ৫০ হজার ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। থানার ভেতর থেকে ৫ হাজার এবং তার ফ্ল্যাট থেকে ৪৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। গতকাল বুধবার দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে তার কাছ থেকে এই ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত পুলিশ কর্মকর্তার নাম সোহরাওয়ার্দী রুবেল। তিনি এখন নারায়ণগঞ্জ সদর মডেল থানায় এএসআই হিসেবে কর্মরত।
নারায়ণগঞ্জ ডিবির ওসি মাহাবুবুর রহমান ও বন্দর থানার ওসি শাহীন মন্ডল জানান, সোহরাওয়ার্দী নারায়ণগঞ্জ সদর মডেল থানার এএসআই। এর আগে তিনি বন্দর থানায় ছিলেন। বন্দরের রূপালী আবাসিক এলাকাতে তিনি একটি ফ্ল্যাট বাসায় বসবাস করেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় অভিযান চালানো হয়। বাসা থেকে ৪৫ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, সদর থানায় তার ব্যাগ থেকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
সোহরাওয়ার্দী রুবেল বন্দরের রূপালী আবাসিক এলাকাতে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী কামরুল ইসলামের বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাটে থাকেন।
বাড়ির কেয়ারটেকার জিয়াউল জানান, প্রায় সময় সোহরাওয়ার্দী রুবেল বিভিন্ন ধরনের লোকজনকে হাতকড়া অবস্থায় ধরে এনে ফ্ল্যাটে রাখতেন।