সময় সংবাদ ডেস্কঃ
আধুনিক মহাকাশ বিজ্ঞানের উজ্জলতম নক্ষত্র স্টিফেন হকিং মারা গেছেন। বুধবার প্রথম প্রহরে যুক্তরাজ্যের কেমব্রিজে নিজ বাসভবনে তাঁর মৃত্যু হয় বলে পরিবারের তরফ থেকে জানানো হয়েছে।
২১ বছর বয়স থেকেই দুরারোগ্য মোটর নিউরন রোগে ভুগেছেন হকিং। কিন্তু শারীরিক অক্ষমতা তাঁকে বিখ্যাত হওয়া থেকে রুখতে পারেনি। ১৯৮৮ সালে ‘অ্যা ব্রিফ হিস্ট্রি অব টাইম’ বইয়ের মাধ্যমে বিশ্বব্যাপী বিখ্যাত হয়ে ওঠেন হকিং। বইটিতে তিনি মহাবিশ্বের সৃষ্টি রহস্য নিয়ে তত্ত্ব দেন। আন্তর্জাতিকভাবে বেস্ট সেলার হিসেবে বইটির এক কোটি কপি বিক্রি হয়।
আইনস্টাইনের পর হকিংকে বিখ্যাত পদার্থবিদ হিসেবে গণ্য করা হয়। প্রিন্স অব অস্ট্রিয়ান্স পুরস্কার, জুলিয়াস এডগার লিলিয়েনফেল্ড পুরস্কার, উলফ পুরস্কার, কোপলি পদক, এডিংটন পদক, হিউ পদক, আলবার্ট আইনস্টাইন পদকসহ এক ডজনেরও বেশি ডিগ্রি লাভ করেন তিনি।