সময় সংবাদ নিউজঃ
শ্রীলঙ্কায় শুরু হয়েছে ভারত, বাংলাদেশ এবং স্বাগতিক শ্রীলঙ্কাকে নিয়ে শুরু হয়েছে নিদাহাস ট্রফি। যার প্রথম ম্যাচে গত পরশু জয় পেয়েছে শ্রীলঙ্কা।বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে অাগামী ৮ মার্চ। ইরজুরির কারনে এ টুর্নামেন্টে খেলতে পারবে না দলের নিয়মিত অধিনায়ক সাকিব অাল হাসান। সাকিবের পরিবর্তে দলে অধিনায়ক করা হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে।
অার সাকিবের পরিবর্তে দলে সুয়োগ পেয়েছে লিটন কুমার। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে ব্যার্থতার পর পরিবর্তন অাসছে একাদশেও। দলে রয়েছে ৫ পেসার। মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন অাহমেদ, অাবু জাহেদ রাহী, এবং অাবু হায়দার রনি।
পাঁচ পেসারের মধ্যে একাদশে দেখা যাবে তিন পেসার। সেদিক থেকে একাদশে একপ্রকার নিশ্চিত মোস্তাফিজুর রহমান। বাকি চার পেসার রুবেল হোসেন, তাসকিন অাহমেদ, অাবু জাহেদ রাহী, এবং অাবু হায়দার রনির মধ্যে থেকে দেখা যাবে দুইজনকে। প্রস্তুতি ম্যাচে ভালো বোলিং করেছেন তাসকিন এবং রুবেল হোসেন। অার তাই একাদশে এই দুইজনেরই থাকার সম্ভাব্যনা বেশি।
বাংলাদেশ দল : তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন কুমার, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমদ, আরিফুল হক, রুবেল হোসেন, আবু জায়েদ চৌধুরী রাহী, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, নাজমুল হাসান অপু , কাজী নুরুল হাসান সোহান, অাবু হায়দার রনি।