পুলিশের বিরুদ্ধে অভিযোগ করা যাবে ২৪ ঘন্টা।। - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, মার্চ ০৯, ২০১৮

পুলিশের বিরুদ্ধে অভিযোগ করা যাবে ২৪ ঘন্টা।।

সময় সংবাদ

বাংলাদেশ পুলিশের বিরুদ্ধে অভিযোগ করা যাবে ২৪ ঘণ্টা, পুলিশ হেডকোয়ার্টার্সে ‘আইজিপি’স কমপ্লেইন সেল’ এখন থেকে সার্বক্ষণিক অর্থাৎ ২৪ ঘণ্টাই চালু থাকবে।

জনসাধারণ এখন থেকে পুলিশ সদস্যের যেকোনো অপেশাদার ও অনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে সরাসরি, কুরিয়ার সার্ভিস ও ডাকযোগে অথবা ০১৭৬৯৬৯৩৫৩৫, ০১৭৬৯৬৯৩৫৩৬ মোবাইল নম্বরে এবং complain@police.gov.bd ই-মেইলে এ সেলে অভিযোগ করতে পারবেন।

সোমবার পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, এতদিন এ সেলে শুধু অফিস চলাকালে অভিযোগ গ্রহণ করা হতো, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি (ডিএন্ডপিএস-১) এর তত্ত্বাবধানে সেলটি পরিচালিত হবে বলেও জানায় সংস্থাটি।

Post Top Ad

Responsive Ads Here