নাজমুল হাসান নিরব, চরভদ্রাসন থেকেঃ
রবিবার রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত মাছুদের জানাজা আজ মঙ্গবার বাদ আছর চরভদ্রাসন সরকারি কলেজ মাঠে সম্পন্ন হয়।
এ সময় মাছুদের আত্মীয়-স্বজন,বন্ধুমহল ও এলাকাবাসী মিলে হাজার লোকের সমাগম হয়।
জানাজা শেষে স্থানিয় হাজী ডাংগী গোরস্তানে তাকে দাফন করা হয়।
উল্লেখ্য গত রবিবার রাতে তিন বন্ধু মোটরসাইকেল যোগে ফরিদপুর থেকে পুলিশ কনস্টেবল পদে ট্রেনিং করে বাড়ি আসতেছিল।
এসময় লোহারটেকের বাছারবাড়ি সংলগ্ন রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে বিকট ধাক্কা খেয়ে ঘটনাস্থলে মাসুদ(১৯) ও মিঠু (১৭) মারা যায়।
এবং অপর আহত আশরাফ চিকিৎসারত অবস্থায় ফরিদপুর মেডিকেলে ভর্তি আছে।
নিহত মিঠুর দাফন সোমবার করা হলেও মাছুদের দেহ ফরিদপুরে হিমাগারে রাখা হয়।
মাছুদের বাবা মালোয়শিয়া প্রবাসি হওয়ায় তার আসার জন্য অপেক্ষা করা হয়।তিনি আসলে আজ বিকাল বাদ আছর মাছুদের দাফন করা হয়।মাছুদ চার ভাইবোনের মধ্যে একমাত্র পুত্র ছিলেন তার বাবা-মায়ের। তার এই অকাল মৃত্যুতে তার বাবা-মা ভেঙ্গে পরেছেন।