নাজমুল হাসান নিরব, ফরিদপুর থেকেঃ
আগামী ২৯ মার্চ ২০১৮ ইং ৪ নং আলিয়াবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২ নং(৪-৫-৬- ওয়ার্ড) সংরক্ষিত মহিলা পদপ্রার্থী "পিয়ারা বেগম" কে সূর্যমুখি ফুল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন।
পিয়ারা বেগম আলিয়াবাদ ইউনিয়নের গদাধর ডাংগী,চৌহাটা, পশ্চিম আলিয়াবাদ এই তিন আসনের মহিলা যোগ্য প্রার্থী।
তিনি গদাধর ডাংগী গ্রামের মো: সেক জব্বারের ছোট মেয়ে।
অত্র এলাকায় খোজ নিয়ে জানা যায় গরীব দুঃখী সব ধরনের মানুষ তাকে অত্র এলাকার মেম্বার হিসেবে দেখতে চায়।তাই আপনারা যোগ্য প্রতিনিধি কে ভোট দিন।
ছোট বেলা থেকেই পেয়ারা বেগমের টাকা পয়সা ধন সম্পদ এর কোন লোভ নেই।তিনি বলেন," আমি গরিব মানুষ, মেয়ে মানুষ, গরীবের কষ্ট আমি বুঝি।তাই আমি গরীব দুঃখী অসহায় নারী ও মহিলাদের নিয়ে সমাজের উন্নয়ন করতে চাই আমাকে ভোট দিন,আমি কাউকে ঠকাবো না"।।- এসব কথা বলেন তিনি।
তিনি সকলের দোয়া প্রার্থী।
অত্র এলাকায় খোজ নিয়ে জানা যায় গরীব দুঃখী সব ধরনের মানুষ তাকে অত্র এলাকার মেম্বার হিসেবে দেখতে চায়।তাই আপনারা যোগ্য প্রতিনিধি কে ভোট দিন।
ছোট বেলা থেকেই পেয়ারা বেগমের টাকা পয়সা ধন সম্পদ এর কোন লোভ নেই।তিনি বলেন," আমি গরিব মানুষ, মেয়ে মানুষ, গরীবের কষ্ট আমি বুঝি।তাই আমি গরীব দুঃখী অসহায় নারী ও মহিলাদের নিয়ে সমাজের উন্নয়ন করতে চাই আমাকে ভোট দিন,আমি কাউকে ঠকাবো না"।।- এসব কথা বলেন তিনি।
তিনি সকলের দোয়া প্রার্থী।