নিউজ ডেক্সঃ
দেশে আনা হলো আফ্রিকার মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে নিহত চার বাংলাদেশি সেনা সদস্যের মরদেহ।
নিহত চারজন হলেন- সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার আবুল কালাম, পিরোজপুর (৩৭ এডি রেজি. আর্টি.), ল্যান্স কর্পোরাল আকতার, ময়মনসিংহ (৯ ফিল্ড রেজি. আর্টি.), সৈনিক রায়হান, পাবনা (৩২ ইবি) এবং সৈনিক (পাচক) জামাল, চাঁপাইনবাবগঞ্জ (৩২ ইবি)।
বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে তাদের মরদেহ বহনকারী ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। শুক্রবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮টায় ঢাকা সেনানিবাসে তাদের নামাজে জানাজা সম্পন্ন হবে।