শান্তিরক্ষা মিশনে নিহত চার বাংলাদেশি সেনা সদস্যের লাশ বাংলাদেশে।। - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, মার্চ ১৬, ২০১৮

শান্তিরক্ষা মিশনে নিহত চার বাংলাদেশি সেনা সদস্যের লাশ বাংলাদেশে।।


নিউজ ডেক্সঃ
দেশে আনা হলো আফ্রিকার মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে নিহত চার বাংলাদেশি সেনা সদস্যের মরদেহ।
নিহত চারজন হলেন- সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার আবুল কালাম, পিরোজপুর (৩৭ এডি রেজি. আর্টি.), ল্যান্স কর্পোরাল আকতার, ময়মনসিংহ (৯ ফিল্ড রেজি. আর্টি.), সৈনিক রায়হান, পাবনা (৩২ ইবি) এবং সৈনিক (পাচক) জামাল, চাঁপাইনবাবগঞ্জ (৩২ ইবি)।
বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে তাদের মরদেহ বহনকারী ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। শুক্রবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮টায় ঢাকা সেনানিবাসে তাদের নামাজে জানাজা সম্পন্ন হবে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি মালির দোয়েঞ্জা নামক স্থানে ভয়াবহ ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে এ চার বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হন।

Post Top Ad

Responsive Ads Here