নাটোরের বড়াইগ্রামে নিরাপদ আম উৎপাদনে মাঠ দিবস অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জুন ২৬, ২০১৮

নাটোরের বড়াইগ্রামে নিরাপদ আম উৎপাদনে মাঠ দিবস অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি
নাটোরে কৃষকদের নিয়ে আমের উত্তম কৃষি পদ্ধতি প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
নদারল্যান্ডস ডেভেলপমেন্ট ওর্গানাইজেশন এর আয়োজনে মঙ্গলবার বিকেলে বড়াইগ্রাম উপজেলার তিরাইর গ্রামে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। স্থানীয় মাঝগাঁও ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল আলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা ইকবাল আহমেদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারজানা তাসনিম, এসএনভি’র প্রকল্প সমন্ময়কারী মাহাবুব উল্লাহ, সিয়েফস এর চেয়াম্যান শফিকুর রহমান ভুইয়া, উপজেলা প্রকল্প সমন্ময়কারী আব্দুর রহমানসহ স্থানীয় আমচাষীরা।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশ এখন খাদ্যে উৎপাদনে সয়ংসম্পন্ন। এখন সরকারের লক্ষ্য নিরাপদ খাদ্য উৎপাদন। ইতমধ্যে নিরাপদ আম উৎপাদনে জন্য সংগঠনটি জেলার ৬টি উপজেলার ৫হাজার কৃষককে প্রশিক্ষণ প্রদান করেছে। এতে করে প্রশিক্ষণ প্রাপ্ত কৃষকরা নিরাপদ আম উৎপাদনের জন্য সেক্সফেরোমেন ফাঁদ সহ বিভিন্ন উন্নত পদ্ধতি ব্যবহার করে বিষমুক্ত নিরাপদ আম উৎপাদন করছে। আগামী দিনে বেশি সংখ্যক কৃষককে নিরাপদ আম উৎপাদনে উদ্বুদ্ধ করার উপর জোর দেওয়া হয়। এলাকার প্রায় তিনশতাধীক প্রশিক্ষণপ্রাপ্ত আম চাষীরা মাঠ দিবসে অংশ গ্রহন করেন।

Post Top Ad

Responsive Ads Here