নাগরপুরে মাদক বিরোধী র‌্যালী ও আলোচনা সভা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জুন ২৬, ২০১৮

নাগরপুরে মাদক বিরোধী র‌্যালী ও আলোচনা সভা

বাবর আল মামুন (নাগরপুর) টাঙ্গাইল প্রতিনিধি-
মাদককে “না” বলুন, নেশা ছেড়ে কলম ধরি, মাদক মুক্ত সমাজ গড়ি-এ শ্লোগানকে সামনে রেখে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০১৮ উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে মাদক বিরোধী র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার সকালে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে উপজেলা শহরের গুরুত্ব পূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আসমা শাহীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিন চৌধুরী, কৃষি অফিসার বিএম রাশেদুল আলম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুব আলম খান, নাগরপুর থানার ওসি (তদন্ত) খান মোহাম্মদ হাসান মোস্তফা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. সুজায়েত হোসেন, শান্তি মুখোর জনপথের সভাপতি মো. ইলিয়াছ কুদরত, সাধারণ সম্পাদক মোসা. রৌশনারা মাসুদা প্রমূখ। এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিষয়বস্তুর উপর রচনাবলী ও চিত্রাঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

Post Top Ad

Responsive Ads Here