আবু মুসা নাটোর প্রতিনিধি।
নাটোরের বড়াইগ্রামে নিতাইনগর অমরা ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন শ্রেণিতে জিপিএ-৫ প্রাপ্ত উপজেলার হতদরিদ্র পরিবারের ৫০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও এক লক্ষ চার শত টাকা উপবৃত্তি প্রদান করা হয়। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়–য়া এসব দরিদ্র ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শ্রেণি ও বর্ষভেদে ভিন্ন-ভিন্ন পরিমান উপবৃত্তি আনুষ্ঠানিকভাবে দেয়া হয়। বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রনালয়ের হিসাব তত্বাবধায়ক ও নিতাইনগর অমরা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. এনামুল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি অভিজিৎ বসাক এবং বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ও অমরা ফাউন্ডেশনের নির্বাহী সদস্য মো. গোলাম সারওয়ার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজশাহীর বোয়ালিয়া থানা সহকারী উপজেলা শিক্ষা অফিসার ও অমরা ফাউন্ডেশনের সদস্য রোজী খন্দকার। এছাড়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রতি পরামর্শ ও দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন অমরা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও রাজশাহী এবিসি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আফরোজা খন্দকার, সিনিয়র সাংবাদিক মো. সাইফুর রহমান, উপবৃত্তিপ্রাপ্ত সুবিধাভোগী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তানিয়া খাতুন প্রমুখ। নিতাইনগর অমরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কানাডা প্রবাসী ইঞ্জিনিয়ার ডঃ মো. মোজাম্মেল হক। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও চেয়াম্যানের পিতা ছিলেন অমর আলী মোল্লা। তাদের পিতার নামানুসারে ফাউন্ডেশনের নামকরণ করা হয়েছে অমরা ফাউন্ডেশন। ২০১৫ সালে এ ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর দরিদ্র শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করা হয়। ২০১৮ সালে ৫০ জন শিক্ষার্থীকে চার কিস্তিতে ছয় লক্ষ ৬৩ হাজার টাকা উপবৃত্তি প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তারমধ্যে ইতোমধ্যে অধিকাংশ টাকা প্রদান করা হয়েছে বলে জানান অমরা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. এনামুল হক।