ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রন হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-২ ; আহত-২৫ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জুন ২৩, ২০১৮

ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রন হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-২ ; আহত-২৫

নিজস্ব সংবাদদাতা-
ফরিদপুরের ভাঙ্গায় বরিশাল থেকে বগুড়াগামী তুহিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাঁদে পড়ে ঘটনাস্থলেই ২ জন  নিহত এবং অন্তত ২৫ জন আহত হয়েছে । নিহতের মধ্যে গাড়ীর চালক নাটোরের ইব্রাহিম(৪০) এবং অপর জন হেলপার একই এলাকার হাবিব(৩২) বলে জানা গেছে। আহতদের মধ্যে ১০ জন ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স এবং আশংকাজনক অবস্থায় ২ সেনা সদস্যসহ  ৯ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, সকাল ৯ টার  দিকে  বরিশাল থেকে ছেড়ে আসা বগুড়াগামী তুহিন পরিবহন(ঢাকা মেট্রো ব-১১-০৭৯৯) পরিবহনের বাসটি ফরিদপুর-বরিশাল মহাসড়কের  ভাঙ্গা উপজেলার পুর্বসদরদী নামক স্থানে পৌছলে বাসটির সামনের চাকা ফেটে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাঁদে পড়ে  যায়। এতে পরিবহনটির সামনের অংশ দুমড়ে মুচড়ে বিধ্বস্ত হয়। এতে ঘটনাস্থলেই  ২ জন নিহত এবং ্ ২০ জন আহত হয়। আহরা হলো জহিরুল ইসলাম(৫০),নুরুল ইসলাম(৫৫),রফিকুল ইসলাম(৩২),সোবাহান শরীফ(৪৫),ফোয়াদ(৪৮),শিউলি(৩৮) ,সুমী রায়((১০),তমা(২০), সেনা সদস্য ছোটন(২৫) ও মনির(৩০), নিত্যরানী(৫০),রেজেফ(৩৫),মালী কীর্তনীয়া(২৫),আদুশীল(৫০),বনানী(৩৪),অভিজিৎ অধিকারী(২২),নুর জামাল(২৬)। এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি শেখ মাহফুজার রহমান জানান,সকালে যাত্রীবাহী পরিবহনটি দুর্ঘটনাস্থলে এসে পৌছলে এর সামনের চাকা ফেটে রাস্তার পাশে খাদে পড়ে দুর্ঘটনার শিকার হয়  । পরে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ,ফায়ার সার্ভিস ও স্খানীয়দের সহায়তায় হতাহতের উদ্বার করে  ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বাকীদের অন্যান্য স্থানে পাঠানো  হয়।

Post Top Ad

Responsive Ads Here