জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল
টাঙ্গাইলে আন্তর্জাতিক জনসেবা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে কোর্ট চত্ত¡র এলাকা প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপ-পরিচালক শরীফ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আশরাফুল মমিন খান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সৈকত শাহীন, জেলা পরিষদের সচিব মোছা. মোস্তারী কাদেরী, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, বিভাগীয় বন কর্মকর্তা মো. হারুন-অর-রশিদ খান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুল হামিদ, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক লুৎফুল কিবরিয়া, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক, কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরকারী বিভিন্ন অফিসের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ।