আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য হলেন মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন । - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জুন ২২, ২০১৮

আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য হলেন মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন ।

নিজস্ব প্রতিনিধি- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনকে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছে। বৃহস্পতিবার ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা জানানো হয়। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে পাঠানো চিঠিতে বলা হয়, ‘…বাংলাদেশ আওয়ামী লীগ গঠনতন্ত্রের ২৬(ক) ধারা মোতাবেক দলীয় সভাপতি দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি আপনাকে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মনোনীত করেছেন।’ চিঠিতে আশা প্রকাশ করা হয়, খন্দকার মোশাররফ হোসেনের ঐকান্তিক প্রচেষ্টা ও উদ্যোগ সংগঠনে নতুন গতিবেগ সঞ্চার করতে সহায়ক হবে। ক্ষমতাসীন দলের উপদেষ্টা পরিষদের সদস্য মনোনীত হওয়ায় ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনকে অভিনন্দন জানান ওবায়দুল কাদের। আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য নির্বাচিত হওয়ায় শুক্রবার ফরিদপুরে আনন্দ মিছিল করার ঘোষনা দিয়েছে জেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠন গুলো। এদিকে, আলহাজ্ব ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন উপদেষ্টা মন্ডলীর সদস্য নির্বাচিত হওয়ায় ফরিদপুরের বিভিন্ন সংগঠন অভিনন্দন জানিয়েছেন।

Post Top Ad

Responsive Ads Here