মেহেরপুরে মানহানির মামলায় সাংবাদিক ফারুক মল্লিক বেকসুর খালাস পেলেন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জুন ২৯, ২০১৮

মেহেরপুরে মানহানির মামলায় সাংবাদিক ফারুক মল্লিক বেকসুর খালাস পেলেন

মেহের আমজাদ,মেহেরপুর 
মেহেরপুর প্রেস ক্লাবের নির্বাহী সদস্য ও দৈনিক ইনকিলাবের মেহেরপুর জেলা সংবাদদাতা ফারুক মল্লিক মানহানির মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক মোঃ শাহীন রেজা ওই আদেশ দেন। এসময় ফারুক মল্লিক আদালতে উপস্থিত ছিলেন। এছাড়া আদালত প্রাঙ্গনে আরো উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি রশিদ হাসান খান আলো সহ মেহেরপুরের সাংবাদিকরা। 
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৩ সালের আগষ্ট মাসের প্রথম সপ্তাহে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির কোষাধ্যক্ষ আশরাফ মাহমুদের বিরুদ্ধে নানা অনিয়মের বিষয় উল্লেখ করে সাংবাদিক ফারুক মল্লিক দৈনিক ইনকিলাবে একটি সংবাদ প্রকাশ করেন। এতে আশরাফ মাহমুদ ক্ষিপ্ত হন এবং ওই বছরের ৫ আগষ্ট ফারুক মল্লিকের বিরুদ্ধে আদালতে ৫০ লাখ টাকার মানহানির মামলা করেন। আদালতে দীর্ঘ শুনানী ও মামলার নথিপত্র পর্যালোচনা শেষে বিজ্ঞ বিচারক ওই রায় দেন।
মামলায় আসামি পক্ষে অ্যাড. ইব্রাহীম শাহীন এবং বাদী পক্ষে অ্যাড. রফিকুল ইসলাম কৌসুলী ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here