নাটোরের আলাইপুরে ট্রাক চাপায় দুই অটোরিক্সা আরোহী নিহত ও দুইজন আহত ।। - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জুন ২৩, ২০১৮

নাটোরের আলাইপুরে ট্রাক চাপায় দুই অটোরিক্সা আরোহী নিহত ও দুইজন আহত ।।


আবু মুসা নাটোর প্রতিনিধি-নাটোর  শহরের আলাইপুরে ট্রাকের চাপায় দুই অটোরিক্সা আরোহী নিহত ও দুইজন আহত হয়েছেন। আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে স্টেশন বাজার থেকে ৪ জন যাত্রী চিকিৎসার জন্য হরিশপুরের মিশন হাসপাতালে যাচ্ছিলো। পথে আলাইপুর এলাকায় অটোরিক্সাকে পেছন থেকে বালুবোঝাই ট্রাক অটোরিক্সাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত ও ২ জন আহত হয়। আহত দুইজনকে উদ্ধার করে ফায়ার সার্ভিস নাটোর সদর হাসপাতালে ভর্তি করে।নিহতরা হলেন, নাটোরের নলডাঙ্গা উপজেলার সোনাপাতিল গ্রামের মঙ্গল দেবনাথের স্ত্রী সুলতা দেবনাথ(৩৫) ও একই গ্রামের মৃত কার্তিক চন্দ্রের ছেলে কানাই চন্দ্র (৩২)।

Post Top Ad

Responsive Ads Here