নরসিংদী আঞ্চলিক পাসপোর্ট অফিসে থেকে দুই দালাল কে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা প্রদান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জুন ০৭, ২০১৮

নরসিংদী আঞ্চলিক পাসপোর্ট অফিসে থেকে দুই দালাল কে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা প্রদান


নরসিংদী জেলা প্রতিনিধিঃ নরসিংদী আঞ্চলিক পাসপোর্ট অফিসে হয়রানির শিকার সাধারন মানুষের অভিযোগ ও জেলা প্রশাসনের নজরদারীতে পাসপোর্ট অফিস থেকে ৬ জুন বুধবার সকালে দুই দালালকে আটকের পর সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোবায়েত হায়াৎ শিপলু এবং শাহ আলমের নেতৃত্বে আঞ্চলিক পাসপোর্ট অফিস ও এর আশপাশের সংশ্লিষ্ট দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় মের্সাস মা টেলিকমের মালিক দালাল নাজমুল ইসলাম এবং নজরুল ইসলামকে পাসপোর্ট কার্যক্রমের সাথে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়। পরে তাদেরকে যথাক্রমে ৫০ হাজার টাকা জরিমানা এবং ৩ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ আলম জানায়, দীর্ঘদিন ধরেই পাসপোর্ট সংশ্লিষ্ট খাতে জেলা প্রশাসনের নজরদারী বিদ্যমান। সম্প্রতি পাসপোর্ট অফিস ও এর বাইরের দালালদের খপ্পরে পড়ছিলো সাধারণ মানুষ। এরই অংশ হিসেবে অভিযান চালিয়ে উল্লেখিত দুই দালালকে আটক ও প্রয়োজনীয় সরঞ্জামাদি উদ্ধার করা হয়। তাদের প্রাথমিক স্বীকারোক্তির ভিত্তিতে তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়েছে। চলমান এ প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে জানায় নরসিংদী জেলা প্রশাসন 

Post Top Ad

Responsive Ads Here