জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল
টাঙ্গাইলের সদর উপজেলায় এক মাদক বিক্রেতার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুই গ্রæপের কোন্দলের জেরে গোলাগুলির ঘটনায় ওই ব্যবসায়ীর নিহত হয়েছেন বলে দাবি করছে পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে পিস্তল ও মাদক উদ্ধার করা হয়েছে। নিহত মাদক বিক্রেতার নাম আব্দুল মান্নান (৪৫)। আব্দুল মান্নানের বাড়ি চারাবাড়ি গ্রামে। শনিবার সকালে সদর উপজেলার চারাবাড়ি এলাকার এসডিএস এর মাঠ থেকে ওই মাদক বিক্রেতার লাশটি উদ্ধার করা হয়।
টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরে মাদক ব্যবসা নিয়ে দুই গ্রæপের কোন্দলে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এ সময় একজন মাদক বিক্রেতা গুলিবিদ্ধ হয়ে মারা যায়। খবর পেয়ে সকাল সাতটায় পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।