টাঙ্গাইলে মিথ্যা মামলায় সাংবাদিক গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জুন ২৫, ২০১৮

টাঙ্গাইলে মিথ্যা মামলায় সাংবাদিক গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল প্রতিনিধি-
দৈনিক আমার সংবাদের গোপালপুর প্রতিনিধি সোহেল রানার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজী মামলা ও গ্রেফতারের প্রতিবাদে সোমবার সকালে টাঙ্গাইল কোর্ট চত্তরে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। 

দৈনিক আমার সংবাদের জেলা প্রতিনিধি রাইসুল ইসলাম লিটনের আয়োজনে মানববন্ধনে অংশ নেন আমার সংবাদ পত্রিকার টাঙ্গাইলের ১২টি উপজেলার ১২ জন প্রতিনিধিসহ বিভিন্ন প্রিন্ট,ইলেক্ট্রনিক্স ও অনলাইন পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে টাঙ্গাইল পুলিশ সুপার বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়। মানববন্ধনে বক্তারা সাংবাদিক সোহেল রানার অবিলম্বে মুক্তি দাবী করেন। উল্লেখ্য, সম্প্রতি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার উদ্যমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাজিয়া সুলতানা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বেলায়েত হোসেনের যোগসাজসে বিদ্যালয়ে অবস্থিত ১৯টি গাছ বিনা রেজুলেশনে কাউকে না জানিয়ে কর্তন করে প্রায় লক্ষাধিক টাকা আত্মসাৎ করেন। এ বিষয়ে ১৩জুন দৈনিক আমার সংবাদে একটি প্রতিবেদন ছাপা হয়। ওই প্রতিবেদনে ক্ষিপ্ত হয়ে সোহেল রানার বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। ওই মামলায় সাংবাদিক সোহেল রানাকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেন। 

Post Top Ad

Responsive Ads Here