মেহেরপুরে খালেদা জিয়ার অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবীতে জেলা বিএনপি’র বিক্ষোভ সমাবেশ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জুন ২২, ২০১৮

মেহেরপুরে খালেদা জিয়ার অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবীতে জেলা বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

মেহের আমজাদ,মেহেরপুর 

বেগম খালেদা জিয়ার অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে মেহেরপুর জেলা বিএনপি।
গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে  মেহেরপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনের সড়কে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা বিএনপি’র সভাপতি ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস সহ  বিএনপি’র অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে সভাপতির বক্তৃতায় মাসুদ অরুন বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবীকে পাশ কাটিয়ে বিলম্বিত করতে চাই, তবে জনগণের গণ আন্দোলনের মধ্য দিয়ে সে দাবী আদায় ছাড়া বিকল্প পথ থাকবে না।

Post Top Ad

Responsive Ads Here