মেহের আমজাদ,মেহেরপুর
মেহেরপুর শহরের নতুন পাড়ায় ঘুমন্ত অবস্থায় ইসমাইল হোসেন (৪১) নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কে-বা কারা কি উদ্দ্যেশে তাকে কুপিয়ে জখম করেছে বিষয়টি পরিস্কার নয়।
জানা যায়, গতকাল বৃহষ্পতিবার দুপুরের দিকে শহরের ১নং ওয়ার্ড নতুন পাড়ার ইব্রাহীম আলীর ছেলে ইসমাইল হোসেন দুপুরের খাবার খেয়ে বাড়ির সব জানালা দরজা বন্ধ করে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। ঘুমন্ত অবস্থায় হঠাৎ করে ঘাড়ের বাম দিকে ঘাড় থেকে পিঠ পর্যন্ত যন্ত্রনা অনুভব করলে সে বুঝতে পারে যে, সে ঘরের মেঝেতে পড়ে রয়েছেন। পরে তার স্ত্রী অবস্থা খারাপ দেখে চিকিৎসক-এর শরনাপন্ন হন। সংবাদ পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি জানার চেষ্টা করেন।
মেহেরপুর সদর থানার এস আই সুশান্ত বলেন, পুরো ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। বিষয়টি আরোও খোঁজখবর নিয়ে দেখতে হবে। তদন্ত চলছে। এখনই এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছেনা।