টাঙ্গাইলের মির্জাপুরে জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল ।। SHOMOY SANGBAD - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জুন ০৩, ২০১৮

টাঙ্গাইলের মির্জাপুরে জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল ।। SHOMOY SANGBAD

মাজহারুল ইসলাম শিপলু, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মির্জাপুরে জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  শনিবার  মির্জাপুর সদয় কৃষ্ণ মডেল উচ্চ বিদ্যালয় (ভিতর) মাঠ প্রাঙ্গণে ইফতার ও দোয়া মাহফিল হয়। ইফতারের আগ মুহুর্তে পবিত্র ধর্মগ্রন্থ আল-কোরআন থেকে পাঠ করে দোয়া করেন, মির্জাপুর থানা মসজিদের ঈমাম ফরিদুল ইসলাম।

উক্ত ইফতার ও দোয়া মাহফিলে উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহমেদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য করেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান খন্দকার আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম জহির, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং স্থানীয় সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মোঃ একাব্বর হোসেন এম.পি, (সাবেক) সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী, মির্জাপুর পৌর মেয়র সাহাদৎ হোসেন সুমন, টাঙ্গাইল জেলা পরিষদ সদস্য সাইদুর রহমান খান বাবুল, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম নয়া, টাঙ্গাইল জেলা আ.লীগের সদস্য খান আহমেদ শুভ, সদস্য খন্দকার মেজর এ হাফিজ, জেলা বিএনপির (সাবেক) সদস্য ফিরুজ হায়দার খান, মির্জাপুর থানা অফিসার ইনচার্জ এ কে এম মিজানুল হক, মির্জাপুর বিআরডিবির চেয়ারম্যান জহিরুল হক প্রমুখ।

এছাড়াও উপজেলা, পৌর, বিভিন্ন ইউনিয়ন জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের সভাপতি সম্পাদকসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ, উপজেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীসহ উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটির সঞ্চালনা করেন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল কাশেম।

Post Top Ad

Responsive Ads Here