নরসিংদীর মেঘনা নদীতে বজ্রপাতে নারীসহ নিহত ৩ ।। shomoy sangbad - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জুন ১৩, ২০১৮

নরসিংদীর মেঘনা নদীতে বজ্রপাতে নারীসহ নিহত ৩ ।। shomoy sangbad

জেলা প্রতিনিধিঃ 
নরসিংদীর মেঘনা নদীতে যাত্রীবাহী একটি নৌকায় বজ্রপাতে নারীসহ ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১০ যাত্রী। আজ মঙ্গলবার বিকাল ৩টার দিকে নরসিংদীর চরাঞ্চল করিমপুরের মেঘনা নদীর মোহনায় এ ঘটনা ঘটে। 
নিহতরা হলেন, আলোকবালী গ্রামের ফরিদা ইয়াসমিন (৫০), একই গ্রামের রেহেনা বেগম (৪০) ও কাইয়ুম(২৫) মিয়া। আহতরা হলেন- ছানাউল্লা মিয়া, রুবেল মিয়া, আলী হোসেন, ফরহাদ মিয়া, জাবেদ ও ভূট্টো মিয়া।

 পুলিশ ও এলাকাবাসী জানিয়েছেন, দুপুর আড়াইটার দিকে নরসিংদীর বিপিন সাহার ঘাট থেকে দুই শতাধিক যাত্রী নিয়ে ইঞ্জিন চালিত ট্রলার সদর উপজেলার চরাঞ্চল আলোকবালী যাচ্ছিল। নৌকাটি চরাঞ্চলের করিমপুরের কাছাকাছি পৌঁছালে মুশুলধারে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এরই মধ্যে নৌকাটি মেঘনা নদীর করিমপুর মোহনায় পৌঁছালে বিকট শব্দ হয়ে আগুনের গোলাকৃত একটি বস্তু নৌকার উপর পরে। 

এসময় নৌকার ছাদে বসা কাইয়ুম নামে একজন দগ্ধ হয়ে মারা যায়। আহত হয় আরো ১২ জন। পরে নৌকার অন্যান্য যাত্রীরা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে আনার পর আরো দুই জন মারা যায়। গুরুত্বর আহত আরো দুইজনকে মুমূর্ষু অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়।

Post Top Ad

Responsive Ads Here