নাটোরের গুরুদাসপুরে দেশীয় অস্ত্র সহ যুবক আটক ।। shomoy sangbad - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জুন ১৩, ২০১৮

নাটোরের গুরুদাসপুরে দেশীয় অস্ত্র সহ যুবক আটক ।। shomoy sangbad

আবু মুসা,নাটোর প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুর থেকে দেশীয় তৈরী  একটি শুটার গান ও এক রাউন্ড গুলি সহ সুজাউদ্দৌলা সুজন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত সুজাউদ্দৌলা সুজন উপজেলার গারিষাপাড়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে। মঙ্গলবার দুপুরে গারিষাপাড়া মোড় থেকে তাকে অস্ত্র সহ আটক করা হয়। 
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তারেকুর রহমান জানান, বেশ কিছু দিন ধরেই এলাকাবাসীর অভিযোগ রয়েছে সুজাউদ্দৌলা সুজন তার কাছে একটি অবৈধ অস্ত্র নিয়ে এলাকায় চলাফেরা করছে এবং সাধারন মানুষকে ভয়ভীতি প্রদর্শন করছে। এমন সংবাদের ভিত্তিতে তাকে অস্ত্র সহ আটকের জন্য ওই এলাকায় একটি গোপন অভিযান চালানো হয়। এসময় গারিষাপাড়া নুরুলের মোড় এবং গারিষা পাড়া মোড় এলাকায় পুলিশ অবস্থান করে।  দুপুরে সুজাউদ্দৌলা সুজন গারিষাপাড়া মোড়ে এসে পুলিশকে দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে ধাওয়া করে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে একটি দেশীয় শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার এবং তাকে আটক করে থানায় নিয়ে যায়। আটককৃত সুজাউদ্দৌলা সুজনের বিরুদ্ধে অবৈধ অস্ত্র সংরক্ষন ও বহন এবং নিরিহ মানুষকে ভয়ভীতি প্রর্দশনের অভিযোগে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়। আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। 

Post Top Ad

Responsive Ads Here