নরসিংদীতে পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস ।।SHOMOY SANGBAD - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জুন ০৭, ২০১৮

নরসিংদীতে পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস ।।SHOMOY SANGBAD

নরসিংদী জেলা প্রতিনিধি ঃ

নরসিংদীতে ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন বলেন
ইটিপিতে আমরা গাজীপুর নারায়ণগঞ্জ থেকে ভালো বলে তৃপ্তির কোন কারণ নেই। ২৪ ঘন্টা ইটিপি বাস্তবায়নে শিল্পকারখানা
গুলোতে সিসিটিভি বসানোর পরিকল্পনা করছি। তিনি আরো বলেন, পরিবেশ ও উন্নয়ন সমভাবে চলবে। জনসংখ্যার আধিক্যে পরিবেশের অনেক ক্ষতি আমরা করেছি। পরিবেশ রক্ষা চর্চা নিজেদের মধ্যে করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় পরিবেশ রক্ষা করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিশ্ব পরিবেশ রক্ষায় সোচ্চার। তাই তিনি " চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ " পুরস্কারে ভূষিত হয়েছেন। আমরা খুব ভালো বক্তা, আমাদের ভালো কাজও করতে হবে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোহাম্মদ আব্দুল আউয়াল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাকির হাসান। পরিবেশের উপর সরকারের ভাবনা বিষয়ক ভিডিও ক্লিপ উপস্থাপন ও স্বাগত বক্তব্য পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ( ভারপ্রাপ্ত) আখতারুজ্জামান টুকু। বক্তব্য রাখেন নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি 'র সভাপতি আবদুল্লাহ আল মামুন, নরসিংদী ড্রাইং প্রিন্টিং শিল্প সমিতির সভাপতি আফতাব উদ্দিন ভূঁইয়া, ইট ভাটা মালিক সমিতির সভাপতি খগেন্দ্র চন্দ্র দেবনাথ। আলোচনা শেষে পরিবেশের উপর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।
এর পূর্বে নরসিংদী সার্কিট হাউজ থেকে পরিবেশ বান্ধব বর্ণাঢ্য শোভাযাত্রায় জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন এর
নেতৃত্বে জেলা প্রশাসকদের কার্যালয়ে এসে শেষ হয়। এসময় ছিলেন ডিডি এলজি ড .এ টি এম মাহবুব উল করীম, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র সহকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা ফারজানা, আজকের খোঁজ খবর সম্পাদক মনজিল এ মিল্লাত, রমনী কমিউনিটি সেন্টারের এমডি আলহাজ্ব নিজাম উদ্দিন ভূঁইয়া লিটনসহ বিভিন্ন স্কুলের শিক্ষক, স্কাউট, গার্লস স্কাউট, পরিবেশ ও বনবিভাগের কর্মকর্তা ও কর্মচারীগণ। শোভাযাত্রা শেষে
জেলা প্রশাসক শিক্ষার্থীদের মাঝে পরিবেশ বান্ধব বৃক্ষের চারা বিতরণ করেন। বিশ্ব পরিবেশ দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় ছিল " আসুন প্লাটিক দূষণ বন্ধ করি, প্লাস্টিক পুনঃব্যবহার করি, না পারলে বর্জন করি। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপস্থাপক জহির মৃধা।

Post Top Ad

Responsive Ads Here