ফরিদপুর প্রতিনিধি-
ফরিদপুরে পারিবারিক কলহের জের ধরে নিজ পিতাকে কুপিয়ে খুন করলো নিজ সন্তান। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাক্ষনপাড়া এলাকায় সোমবার রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। নিহতের নাম আক্কাস হাওলাদার (৪৫) আর তার পুত্রের নাম শাহ আলম হাওলাদার(২৪)।
স্থানীয়রা জানান, তাদের বাড়ীর পাশে রাস্তায় রাত ১০টার দিকে নিজেদের পারিবারিক ঘটনা নিয়ে বাবা-ছেলের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে ছেলে চাকু দিয়ে তার পিতাকে কুপিয়ে জখম করে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যায়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাইদুর রহমান জানান, সোমবার রাত ১০টার দিকে উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাক্ষনপাড়া এলাকায় নিজেরদের পারিবারিক কলহের জের ধরে নিজ পিতাকে কুপিয়ে খুন করে সন্তান। নিহতের নাম আক্কাস হাওলাদার(৪৫) আর তার পুত্রের নাম শাহ আলম হাওলাদার(২৪)। তিনি জানান, আমরা খবর পেয়ে সেখান গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে এসেছি থানায়। মঙ্গলবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এছাড়া এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।