আগামীকাল থেকে প্রকাশ্যে গাড়ি চালাবেন সৌদি নারীরা ।shomoy sangbad - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জুন ২৩, ২০১৮

আগামীকাল থেকে প্রকাশ্যে গাড়ি চালাবেন সৌদি নারীরা ।shomoy sangbad

অনলাইন ডেস্ক: প্রথমবারের মতো প্রকাশ্যে রাস্তায় গাড়ি চালাতে যাচ্ছেন সৌদি আরবের নারীরা। সম্প্রতি সৌদি নারীদের গাড়ি চালানোর নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর আগামীকাল থেকে এ নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন তারা। শুক্রবার বার্তাসংস্থা এএফপি নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি নিশ্চত করলে সৌদি রাস্তায় নারীদের গাড়ি চালানোর সিদ্ধান্তটিকে বলবৎ রাখা হয়।
সৌদি আরব হলো বিশ্বের একমাত্র দেশ, যেখানে নারীদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা বলবৎ ছিল। তরুণ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সম্প্রতি তার দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করতে নানামুখী সংস্কার-কার্যক্রম হাতে নেন। এই সংস্কার কার্যক্রমের মধ্যে নারীদের গাড়ি চালানোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টিও অন্তর্ভূক্ত ছিল।গত বছর সেপ্টেম্বরে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এক ডিক্রিতে নারীদের রাস্তায় গাড়ি চালানোর অনুমতি দেন। তিনি ঘোষণা দেন, ২০১৮ সালের ২৪ জুন থেকে নারীরা রাস্তায় গাড়ি চালাতে পারবে। এরই অংশ হিসেবে জুন মাসে নারীদের ড্রাইভিং লাইসেন্স দিতে শুরু করে সৌদি কর্তৃপক্ষ। দীর্ঘ প্রতীক্ষার পর সম্ভাব্য হাজারো সৌদি নারী চালকেরা রোববার গাড়ি চালাতে যাচ্ছেন বলে জানা গেছে।এদিকে, সৌদিতে নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়ার পদক্ষেপটি দেশটিতে সামাজিক গতিশীলতা আনার ক্ষেত্রে নতুন যুগের সূচনা করতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা

Post Top Ad

Responsive Ads Here