মেহের আমজাদ,মেহেরপুর
মেহেরপুর–-চুয়াডাঙ্গা সড়কের বিলকোলার মোড় নামক স্থানে শ্যালো ইঞ্জিন চালিত আলগামন উল্টে ৩ সবজী ব্যবসায়ী আহত হয়েছে । আহতরা হলেন, সদর উপজেলার বর্ষিবাড়িয়া গ্রামের অজিজুল্লার ছেলে শাহাদৎ (৬৪), আমিারুল (৫৯) ও ময়েজউদ্দিনের ছেলে মুজাল (৩৯) । আহতরা বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দায়ীত্বরত চিকিৎসক জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
গতকাল বুধবার সকাল সাড়ে ৬ টার দিকে বর্ষিবাড়িয়া গ্রামের সবজী ব্যবসায়ীরা পটল ভর্তি একটি আলগামনে চড়ে মেহেরপুরের দিকে আসছিল। আলগামনটি বিলকোলা মোড় নামক স্থানে পৌছালে আকস্মিকভাবে আলগামনের এক্সেল ভেঙ্গে আলগামনটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। সংবাদ পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছায় এবং আহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে করে।