নরসিংদীর রায়পুরায় ট্রলি উল্টে দুইজন নিহত ।।shomoy sangbad - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জুন ২০, ২০১৮

নরসিংদীর রায়পুরায় ট্রলি উল্টে দুইজন নিহত ।।shomoy sangbad


নরসিংদী জেলা প্রতিনিধিঃ

নরসিংদীর রায়পুরা উপজেলায় ফুটবল খেলতে যাওয়ার পথে খেলোয়াড়দের বহনকারী ট্রলি উল্টে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। বুধবার (২০ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার খাকচক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রায়পুরা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) রাফিউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার সকালে উপজেলার পলাশতলী ইউনিয়নের টকিপুরা এলাকা থেকে ট্রলিতে করে ২৫-৩০ জনের একদল যুবক ফুটবল খেলতে রায়পুরা ডিগ্রি কলেজ মাঠে যাচ্ছিলেন। ট্রলিটি খাকচক এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। আহত হয় ১৫ জন। তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

Post Top Ad

Responsive Ads Here