মেহের আমজাদ,মেহেরপুর
মেহেরপুর শহরের তাঁতি পাড়ায় (হঠাৎ পাড়া) ১০ বছরের শিশু কন্যাকে ধর্ষণকারী দাউদকে আটক করেছে মেহেরপুর সদর থানা পুলিশ। আটক ধর্ষক দাউদ শহরের তাঁতি পাড়ার কাসেদের ছেলে। বুধবার দিবাগত রাত ২ টার দিকে পুলিশ তাকে আটক করে মেহেরপুর সদর থানা হেফাজতে নেয়। তার বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় একটি ধর্ষনের মামলা হয়েছে। মামলাটি করেছেন ধর্ষিতার বাবা । যার মামলা নং-২৫, তারিখ ১৯-০৬-২০১৮। মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, আটক দাউদকে আদালতে হাজির করা হবে।
পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এস আই সাইদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল গাংনী উপজেলার রাধিকা বালির মাঠ গ্রামে অভিযান চালায়। পুলিশ গ্রামে বসবাসকারী অভিযুক্ত দাউদের দুলাভাই মিয়ারুলের বাড়ি থেকে দাউদকে আটক করে।
উল্লেখ্য, গত সোমবার রাত ১০ টার দিকে প্রতিদিনের মত সাবিনা (১০) তার বড় চাচার বাড়িতে ঘুমানোর জন্য বের হয়। এসময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা প্রতিবেশি দাউদ তাকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে তার বাড়িতে রাতভর ধর্ষণ শেষে সকালে ছেড়ে দেয়। ধর্ষিতার পরিবারের সদস্যরা রাতভর অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে অবশেষে মঙ্গলবার সকালে সাবিনাকে তারা খুঁজে পায়। পরে ধর্ষিতার বাবা বাদী হয়ে মেহেরপুর সদর থানায় মামলা করে।