মেহেরপুর থিয়েটারের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ।।SHOMOY SANGBAD - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জুন ০৩, ২০১৮

মেহেরপুর থিয়েটারের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ।।SHOMOY SANGBAD

মেহের আমজাদ,মেহেরপুর 
মেহেরপুর থিয়েটারের আয়োজনে গতকাল শনিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর থিয়েটারের সভাপতি অধ্যাপক হাসানুজ্জামান মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন। ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ গোলাম রসুল, স্থানীয় সরকারের উপ-পরিচালক খায়রুল হাসান, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, জেলা জজ আদালতের পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেন, সাধারণ সম্পাদক রফিকুল আলম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মেহেরপুর থিয়েটারের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক সাইদুর রহমান। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মেহেরপুর কোর্ট মসজিদের পেশ ইমান আলহাজ মোঃ আনসার উদ্দিন বেলালী। এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমি ও মেহেরপুর থিয়েটারের সদস্যবৃন্দসহ মেহেরপুরের সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।

Post Top Ad

Responsive Ads Here