নাটোরে সনদ জালিয়াতির মামলায় প্রধান শিক্ষক কারাগারে ।।shomoy sangbad - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জুন ২১, ২০১৮

নাটোরে সনদ জালিয়াতির মামলায় প্রধান শিক্ষক কারাগারে ।।shomoy sangbad

আবু মুসা নাটোর প্রতনিধি।

সনদ জালিয়াতির মামলায় নাটোরের বাগাতিপাড়া উপজেলার বাগাতিপাড়া পাইলট স্কুলের প্রধান শিক্ষক খালিদ হাসানকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল বুধবার দুপুরে নাটোর আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করে।
জানা যায়, চলতি বছরের ২২ শে জানুয়ারী বাগাতিপাড়া থানায় শিক্ষক খালিদ হোসেনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন স্থানীয় সেকেন্দার রহমান নামে এক ব্যক্তি। অভিযোগে বলা হয়, বিএসএস ও বিএড সনদের মাধ্যমে তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খালিদ হোসেন ওই প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন। একজন ট্রেড শাখার ইন্সট্রাক্টর হিসেবে কবে কিভাবে কখন খালিদ হোসেন নিয়োগ পান তা নিয়ে এলাকাজুড়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। এছাড়া প্রধান শিক্ষক হবার জন্য ১২ বছরের অভিজ্ঞতা তার নেই।
এ বিষয়ে তদন্ত দাবী করা হয় অভিযোগে। অভিযোগটি পরবর্তীতে মামলায় রুপান্তরিত হলে আদালত থেকে জামিন নেন খালিদ হোসেন। গতকাল বুধবার আদালতে হাজির হয়ে পুনরায় জামিন চাইলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান মাহমুদ তা নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

Post Top Ad

Responsive Ads Here