মেহেরপুরে শিশু ও নারী উন্নয়নে নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গদের নিয়ে কর্মশালা ।। shomoy sangbad - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জুন ২১, ২০১৮

মেহেরপুরে শিশু ও নারী উন্নয়নে নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গদের নিয়ে কর্মশালা ।। shomoy sangbad

মেহের আমজাদ,মেহেরপুর 
মেহেরপুর জেলার গাংনী উপজেলার বামন্দীতে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের অধীনে নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার মেহেরপুর জেলা তথ্য অফিসের আয়োজনে গাংনী উপজেলার বামন্দী ইউনিয়ন পরিষদ সভা কক্ষে দিন ব্যাপী কর্মশালায় সভাপতিত্ব করেন বামন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বাস। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণপদ পাল, বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা আরজু, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার, ডাঃ সিয়াম আহম্মেদ। কর্মশালায় শিশু ও নারীর উন্নয়ন এবং নারীর অধিকার প্রতিষ্ঠা, নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা বিধান সহ প্রশিক্ষন প্রদানের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি প্রদানের মধ্যে দিয়ে আর্থ সামাজিক কর্মকান্ডের মূলধারায় পূর্ণ ও সম-অংশ গ্রহন নিশ্চিতকরা সহ বিভিন্ন বিষয়ের উপর আলোক পাত করা হয়। জেলা তথ্যে অফিসার মোহাম্মদ আলীর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য, স্থানীয় সাংবাদিক সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।

Post Top Ad

Responsive Ads Here