ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে রাঙামাটি ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জুলাই ০৩, ২০১৮

ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে রাঙামাটি ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

মহুয়া জান্নাত মনি,রাঙ্গামাটি প্রতিনিধি:
এক সপ্তাহের মধ্যে নিরীহ ব্যবসায়ীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করা না হলে কঠোর কর্মসূচী দেয়া হবে বলে হুশিয়ারী দিয়েছে রাঙ্গামাটি শহরের সকল ব্যবসায়ীদের সংগঠন রাঙ্গামাটি ব্যবসায়ী ফেডারেশন।
সোমবার সকালে রাঙ্গামাটি কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির হল রুমে চট্টগ্রাম আগ্রাবাদের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শনের কর্মকর্তা দূর্নীতিবাজ তপন বিকাশ তঞ্চঙ্গ্যা কর্তৃক রাঙ্গামাটির বিভিন্ন ব্যবসায়ীদের হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন এই হুশিয়ারী দেন রাঙ্গামাটি ব্যবসায়ী ফেডারেশনের নেতৃবৃন্দ।
এসময় ব্যবসায়ী ফেডারেশনের আহবায়ক মোঃ জহির আহমদ, যুগ্ম আহবায়ক হাজী মো: আনোয়ার মিয়া বানু, স্নেহাশীষ চাকমা, ডা: রূপম দেওয়ান, মো: হেলাল উদ্দিন, সদস্য সচিব মোঃ কামাল উদ্দিন ও অর্থ সচিব এম,এস জাহান লিটনসহ ব্যবসায়ী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দরা বলেন, কর্মচারী ও ব্যবসায়ীদের সর্বসম্মতিক্রমে প্রতি শুক্রবার দোকান বন্ধ ও ছুটি সংক্রান্ত নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী প্রতি শুক্রবার দোকান বন্ধ রাখার পরও অসৎ উদ্দেশ্য নিয়ে শহরের বেশ কয়েকটি দোকান মালিকের উপর লাইসেন্সের নামে বিভিন্ন অংকের টাকা নেয়ার ব্যাপারে প্রতিবাদ করা এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক তপন বিকাশ তঞ্চঙ্গ্যা তার দাবীকৃত রাঙ্গামাটির সকল ব্যবসায়ী সমিতির থেকে তিন লক্ষ টাকা ঘুষ পরিশোধ না করার কারণে অন্যায় ভাবে এক পেশীয় আইন জারির মাধ্যমে মামলা করা হয়।
নেতৃবৃন্দরা আরো বলেন, রাঙ্গামাটি পর্যটন এলাকা। সরকার পর্যটনের স্বার্থে অনেক উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করে যাচ্ছে। এমন অবস্থায় দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকলে রাঙ্গামাটি পর্যটন থেকে অনেকেই বঞ্চিত হবে। আর বেশীর ভাগ ব্যবসায়ী বিভিন্ন এনজিও এবং ঋণ সংস্থা থেকে ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করছে। এসব ঋণ দৈনিক কিস্তিতে পরিশোধ করতে হয়। দোকান বন্ধ রাখলে ঋণ পরিশোধ করা সম্ভব হয়ে উঠে না। আর রাঙ্গামাটি শহরে ভারী কোন কল-কারখানা নেই। তাই কল-কারখানা শ্রমিকের এ অঞ্চলে প্রযোজ্য নয়।
নেতৃবৃন্দ বলেন, রাঙ্গামাটি একটি দূর্গম জনবসতি এলাকা। এখানে দশ উপজেলা থেকে ক্রেতারা তাদের যাতাযাত খরচ ও সময় নষ্ট করে এসে দোকান বা ব্যবসা প্রতিষ্ঠা বন্ধ থাকলে ক্রেতাদের ব্যক্তিগত প্রয়োজনসহ অনেক ধরনের কাজে বাধাগ্রস্থ হবে। আর শহরে বেশিরভাগ সাপ্তাহিক বাজার শ্রেণীর ক্ষুদ্র ব্যবসায়ী। এখানে দোকান ব্যবসায়ীদের সাথে কাঁচামাল, মৎস্যহ অপরাপর সকল ব্যবসায়ী লাভ লোকসান জড়িত বিধায় দোকান বন্ধ রাখা হলে সকল শ্রেনীর ব্যবসায়ী জন্য মারাত্মক ক্ষতিগ্রস্থ হবে। আর রাঙ্গামাটি সাম্প্রদায়িক সম্প্রীতির শহর। এখানে নারী পুরুষ দ্বারা পরিচালিত বিভিন্ন সম্প্রদায়ের এলাকা ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। দোকান বন্ধের ক্ষেত্রে বৈষম্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার আশংকা রয়েছে।
অন্যদিকে প্রায় সকল কর্মচারীর সাথে ব্যবসায়ীদের সুসর্ম্পক ও সমন্বয় রয়েছে বিধায় কর্মচারীদের প্রাপ্য ছুটির চেয়ে বাৎসরিক অতিরিক্ত ত্রিশ-চলি­শ দিন ছুটি ভোগ করে। সাপ্তাহিক ছুটি তাদের কোন কাজে আসে না। দুর-দুরান্তে তাদের বাড়ি হওয়ায় বেশিরভাগ কর্মচারী এককালীন ছুটি ভোগ করতে ইচ্ছুক। তারা নিজেরাও সাপ্তাহিক ছুটির বিপক্ষে। কিন্তু সম্প্রীতির শান্ত শহরকে অশান্ত করার উদ্দেশ্যে কিছু অসৎ স্থানীয় কুচক্রি মহলের ইন্ধনে ১০/১২ জন কর্মচারী তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে কল-কারখানা ও প্রতিষ্ঠান কর্মকর্তা তপন বিকাশ তঞ্চঙ্গ্যার সাথে এক হয়ে নিরীহ ব্যবসায়ীদের উপর জুলুম চালিয়ে এক পেশীয় আইন জারির ষড়যন্ত্র করছে এবং মামলা দিয়ে তাদের হয়রানী করা হচ্ছে।
তাই শুক্রবার ছুটি বাতিল ও অবিলম্বে দোকান মালিকদের মামলা প্রত্যাহারসহ দূর্ণীতবাজ এই কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানান এবং সার্বিক সহযোগিতা কামনা করেন নেতৃবৃন্দরা।

Post Top Ad

Responsive Ads Here