মেহেরপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধ মামলায় পিতা ও পুত্রের কারাদন্ড - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জুলাই ০৫, ২০১৮

মেহেরপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধ মামলায় পিতা ও পুত্রের কারাদন্ড

মেহের আমজাদ,মেহেরপুর 
মেহেরপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধ মামলায় পিতা মজির উদ্দীনকে ১ বছর ২ মাস ও তার পুত্র ঝন্টুর ৪ মাসের কারাদন্ড দিয়েছে আদালত। সাজাপ্রাপ্ত মজির উদ্দীন গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের হিসাব উদ্দীনের ছেলে। গতকাল বুধবার মেহেরপুর চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক বেগম শিরিন নাহার ওই রায় দেন। মামলার বিবরণে জানা যায়, গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের হিসাব উদ্দীনের ছেলে মজির উদ্দীন ও ছয়মুদ্দীনের মধ্যে জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে মারামারি হয়। এতে ছয়মুদ্দীন আহত হলে তার স্ত্রী রহিমা খাতুন ২০১৩ সালের ১৭ মে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের তার দেবর মজির উদ্দীন এবং পুত্র ঝন্টুর বিরুদ্ধে দন্ডবিধির ৪৪৭/৩২৪/৩২৬/৩০৭/৪২৭/৩৭৯/৫০৬ (খ) ধারায় মামরা দায়ের করেন। মামলায় মোট ৭ জন স্বাক্ষ্য দেন। এ মামলায় আসামীরা দোষী প্রমানিত হলে আসামী মজির উদ্দীনকে ৩২৪ ধারায় ১ বছর ২মাস এবং তার পুত্র ৩৩৭ ধারায় ৪ মাসের কারাদন্ডাদেশ দেন। মামলায় রাষ্ট্রপক্ষে এপিপি সাথী বোস এবং আসামী পক্ষে ফিরোজুল হক আইনজীবীর দায়ীত্ব পালন করেন। 

Post Top Ad

Responsive Ads Here