জলঢাকায় ফলদ বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জুলাই ০৬, ২০১৮

জলঢাকায় ফলদ বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠিত

এরশাদ আলম,জলঢাকা প্রতিনিধিঃ
গাছ লাগান পরিবেশ বাঁচান। প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে বৃক্ষ রোপনের কোন বিকল্প নেই। এরই ধারাবাহিকতায় নীলফামারীর জলঢাকায় ফলজ বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বুধবার দুপুরে উপজেলা চত্বরে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তদেরর আয়োজনে কৃষি কর্মকর্তা শাহ মুহাম্মদ মাহফুজুল হকের সভাপতিত্বে,উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ জেড এ সিদ্দিকী,বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষাবিদ মোঃ আব্দুল গফ্ফার, অফিসার ইনজার্চ মোস্তাফিজুর রহমান, প্রকৌশলী হারুন অর রশিদ, মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চঞ্চল কুমার ভৌমিক, উপজেলা ভাইস চেয়ারম্যান ফয়সাল মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রিভা আমজাদ প্রমূখ। সমাপনী অনুষ্ঠানে বক্তারা উপস্থিত সফল কৃষকদের সার ও ফলদ বৃক্ষ প্রদান কালে বলেন, কৃষির উন্নতিতে দেশের সর্বাঙ্গীন উন্নতি। কেননা কৃষি প্রধান দেশ আমাদের এই বাংলাদেশ। এদেশের শতকরা ৮৫ ভাগ মানুষ কৃষির উপর নির্ভরশীল। পাশাপাশি পুষ্টির চাহিদা পুরণে বেশি করে ফলজ বৃক্ষ রোপনের উপর গুরত্ব দিয়ে বলেন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে তালগাছ ও সজনী গাছ রোপন করা একান্ত প্রয়োজন।

Post Top Ad

Responsive Ads Here